২৮ মার্চ, ২০২৪, বৃহস্পতিবার

তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে

Advertisement

তুরস্কের নূরদাগি শহরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটশ জনে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে বহু ভবন ধ্বসে পড়েছে, যেখানে বহু মানুষ আটকা পড়ে আছেন।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, দেশটির আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৩৬০ জন নিহত হয়েছেন। এতে ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ৪২ বার ভূকম্পন অনুভূত হয়েছে।

ইউএস, এআইডিসহ দাতা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের দাবি, দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে কীভাবে সাহায্য করতে পারে, তা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন জো বাইডেন।

টুইট বার্তায় জেক সুলিভান জানান, তুর্কি ও সিরিয়ায় আজকের ধ্বংসাত্মক ভূমিকম্পে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আমরা যেকোনো এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি। আমরা তুর্কিয়ের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement