২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

দাবা অলিম্পিয়াডে বিরতি আজ

Advertisement

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠানরত ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে আজ বিরতি। আগামীকাল সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ সুইডেনের এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল সিরিয়ার মহিলা দলের বিরুদ্ধে খেলবে। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৬২তম ও মহিলা দল ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৬৫তম স্থানে রয়েছে।

গতকাল ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ২৮ সিডেড ডেনমার্কের কাছে ১-৩ গেম পয়েন্টে হেরে গেছে। বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের কেবল মাত্র গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার রাসমুসে এলাম স্টিগের (রেটিং-২৫৫০) বিরুদ্ধে জয়ী হন।

গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার বেজরি জোনস বুহ্ল (রেটিং-২৬০৮) গ্র্যান্ড মাস্টার এন্ডারসেন ম্যাডস (রেটিং-২৫৮৭) ও গ্র্যান্ড মাস্টার থাইবো জেসপার সোনদেরগার্ডের (রেটিং-২৫২০) কাছে হেরে যান।

মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ১-৩ গেম পয়েন্টে ইরানের কাছে পরাজিত হয়। মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ইরানের মাসোউমি সাহারের (রেটিং-১৯৫৬) সাথে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ইরানের মহিলা ফিদে মাস্টার মাদিয়ান আনোউশার (রেটিং-২১৬১) সাথে ড্র করেন।

মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫) ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে ইরানের মহিলা আন্তর্জাতিক মাস্টার আলিনাসাব মোবিনা (রেটিং-২৩৬৪) ও মহিলা ফিদে মাস্টার আজগারজাদে মিত্রার (রেটিং-১৯৮৮) কাছে হেরে যান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement