১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে নিহত ৫

Advertisement

নাইজেরিয়ায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।

গতকাল ২৭ মার্চ (সোমবার) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে এ ঘটনা ঘটে। এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইমোর পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বলেন, নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা একটি গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। এতে আধাসামরিক সংস্থার তিন সদস্যের পাশাপাশি ওবিয়াংউ সম্প্রদায়ের দুই বেসামরিক নাগরিক নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে বলেন, সৈন্যরা এলাকার দখল নিয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ স্টেশন ও কারাগারে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement