২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ বিএনপির ২৪ নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

Advertisement

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ ২৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন-ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার প্রমুখ।

(১১ সেপ্টেম্বর) রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার মেহেদী হাসান।

গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, কাজে বাধার অভিযোগ এনে সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement