১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

পুঁজিবাজারের অফিসিয়াল ও লেনদেনের সময়সূচির পরিবর্তন

Advertisement

দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও অফিসিয়াল সময়সূচির পরিবর্তন করা হয়েছে। এর ফলে (২৪ আগস্ট) বুধবার থেকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১ টাকা ৫০ মিনিট পর্যন্ত।

(২৩আগস্ট) মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির যুগ্মপরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষারিত এক নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। তবে এরপর পোস্ট ক্লোজিং হবে আরও ১০ মিনিট।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বুধবার থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ওই‌দিন থেকে ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ‌বিকেল ৫টা পর্যন্ত। এসময় ব্যাং‌কের লেন‌দেন হ‌বে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement