৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

পুঁজিবাজারে দুই দিন পর বাড়ল সূচক

Advertisement

সপ্তাহের তৃতীয় কর্মদিবস (২৮ ডিসেম্বর) বুধবার পুঁজিবাজারে সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে দিনের শেষ দুই ঘণ্টা লেনদেন হয় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে।

আজ মাত্র ৭৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৯১টির। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর টানা দুই দিন দরপতনের পর আজ সূচক বাড়ল।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট ।

গত (২১ ডিসেম্বর) বুধবার লেনদেন খরা কাটাতে পুঁজিবাজার থেকে স্বল্প মূলধনী ১৬৮টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস তুলে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির প্রত্যাশা ছিল, বাজার সচল হবে।

ডিএসইর তথ্য মতে, বুধবার ৩৩৩টি প্রতিষ্ঠানের মাত্র ৩ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয় ৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মা শেয়ার। তৃতীয় স্থানে ছিল মুন্নু সিরামিকসের শেয়ার।

এরপর শীর্ষ স্থানে ছিল যথাক্রমে ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশন, বসুন্ধরা পেপার, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, সি পার্ল মুন্নু এগ্রো, জেনেক্স ইনফোসেস এবং অ্যাডভেন্ট ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে মোট ৭কোটি ২৬ লাখ দশ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৩৮৮ টাকা লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির ও কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement