১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

পুঁজিবাজারে বড়পতন ঠেকালো প্রকৌশল ও আর্থিক খাত

Advertisement

প্রকৌশল, ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারে দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (১২ সেপ্টেম্বর) সোমবার বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৬১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যদিয়ে সোমবার লেনদেন শুরু হয়। তবে লেনদেনের প্রথম ঘণ্টায় ক্রেতা-বিক্রেতার সংকট ছিল না। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সংকট দেখা দেয়। অবস্থা এমন হয় যে অন্তত ৬২টি কোম্পানির শেয়ারের ক্রেতা ছিল না। তবে বাজারের চিত্র পাল্টে যায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাতের শেয়ারের চমকে।

এদিন প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দাম বেড়েছে, কমেছে ১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দাম।
এছাড়াও ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারের দাম। এই তিন খাতের শেয়ারের দাম বাড়ায় বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

তথ্য মতে, সোমবার ডিএসইতে ২৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৯০৯টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৬ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল-ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং, আইএফআইসি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৯ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ১০০টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ৩৮৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ৬৩৬ টাকার শেয়ার

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement