২০ এপ্রিল, ২০২৪, শনিবার

পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঊর্ধ্বমুখীতে সূচক

Advertisement

সার্ভার জটিলতার পরদিন সপ্তাহের তৃতীয় কর্মদিবস (২৫ অক্টোবর) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্টে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেনের ধীরগতি দেখা গেছে। রোব ও সোমবার টানা দুদিন সূচক পতনের পর আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সকাল সাড়ে ৯টায় যথারীতি বাজারটি লেনদেন শুরু হয়। প্রকৌশল খাতের শেয়ার দাম বৃদ্ধিকে কেন্দ্র লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল সাড়ে ১০টায়) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্ট দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৬ পয়েন্ট দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এতে মোট ২ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৫টি শেয়ার কেনা-বেচা বাবদ ১৮৪ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ ৪৭ হাজার ১২০ টাকা। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ১১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

সোমবার সার্ভার জটিলতায় মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট লেনদেন হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫৮ মিনিট লেনদেন হয়। এরপর সার্ভার জটিলতায় লেনদেন বন্ধ হয়। তারপর দুপুর ২ টা ১০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট মোট ২০ মিনিট লেনদেন হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement