৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

Advertisement

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির প্রবণতার মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে (১১ ডিসেম্বর) রোববার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)সূচক বেড়েছে ১২ পয়েন্ট। সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেনের ধীরগতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য মতে, আজ সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে বাজারে ১৬৫টি প্রতিষ্ঠানের ১ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৯১২টি শেয়ার কেনা-বেচা হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৬৫ কোটি ৮ লাখ ৯৪ হাজারর টাকা।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, দাম কমেছে ৪টির। আর অপরিবর্তিত ছিল ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৮৪ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ লাখ ৫৮ হাজার টাকা।
এ বাজারে লেনদেন হওয়া ২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির ও কমেছে ১টির। আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement