২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষে গুপ্তধনের ছড়াছড়ি

Advertisement

বহু বছর আগের দুটি জাহাজের ধ্বংসাবশেষে বিরল গুপ্তধন খুঁজে পেয়েছেন ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক। ইসরায়েলের প্রাচীন শহর সিজারিয়ারের কাছে পাওয়া এসব মূল্যবান সম্পদ রোমান ও মামলুক যুগের। যা ১৭০০ থেকে ৬০০ বছর আগের বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ধ্বংসাবশেষ জাহাজ থেকে উদ্ধার হওয়ার মধ্যে শত শত রুপা এবং তামার মুদ্রার রয়েছে। মধ্যযুগের পাঁচ শতাধিক রুপার মুদ্রা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ।

সাগরের তলদেশে একটি জরিপ পরিচালনা করতে গিয়েই বিলুপ্ত মুদ্রার সন্ধান লাভের কথা জানালেন ইউনিটের প্রধান জ্যাকব শারভিট। প্রত্নতাত্ত্বিকরা একটি রোমান যুগের আংটিও আবিষ্কার করেছেন। আংটির মধ্যে একটি বালকের চিত্র খোদাই করা আছে। যাকে যিশুর প্রতীক বলে ধারণা করছে কর্তৃপক্ষ ।

আংটিটি একটি সবুজ পাথর দিয়ে খোদাই করা, মেষ পালক বালক কাঁধে একটি ভেড়া বহন করছে। আংটিটিকে ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষ বিরল আবিষ্কার হিসেবে বর্ণনা করেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement