২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Advertisement

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভা যাত্র বের হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দিন হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মো: আলীমুজ্জামান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অধ্যাপক শিপ্রা রায়সহ সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ নানান শ্রেণি পেশার সহস্রাধিক নারী পুরুষ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement