২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

ফাইনালে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে দিল নেদারল্যান্ডস

Advertisement

আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি (৮)

প্রায় এক যুগ পর আবারও বিশ্বকাপ ছুঁয়ে দেখার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। ফাইনালে নেদারল্যান্ডস বাধা পেরুতে পারলেই ধরা দিত পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা। তবে সেটা আর হলো না। ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপ ইতিহাসের সফলতম দল নেদারল্যান্ডস নবমবারের মতো উঁচিয়ে ধরেছে বিশ্বকাপ ট্রফি।

স্পেনের এস্তাদি অলিম্পিক দে তেরাসায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে গত দুইবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়া ভেরশুরের গোল এগিয়ে যায় তারা। এর মিনিট সাতেক পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পেয়ে যায় ম্যাচের তৃতীয় গোল। ফেলিস আলবার্স ৩৬ মিনিটে লক্ষ্যভেদ করলে ম্যাচ আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান-ই যা একটু কমে।

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল লাস লিওনাসরা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর দলটির সামনে পড়ে জার্মানি। সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement