২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Advertisement

বর্ণাঢ্য র‌্যালী, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ বিভাগ, মহিলা পরিষদসহ বিভিন্ন বেসরকারি সংগঠন যৌথভাবে দিবসটি পালন করেছে। 

র‌্যালী শেষে সরকারি পাবলিক পাঠাগারের হলরুমে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর-বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী। 

আলোচনা করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, সমাজসেবা বিভাগের উপপরিচালক কাজী মো. ইব্রাহিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, প্ল্যান ইন্টার ন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক সালেহা আক্তার ও বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি।

এর আগে সকাল ৯টায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ভিকটিম সাপোর্ট সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, ডা. আজমেরী বেগম, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, এসআই নূরে জান্নাত কেয়া, নারীনেত্রী নিগাত সুলতানা, খাদিজা বেগম ও বেবী দাস। 

মাহমুদ হাসান তাপস/বরগুনা সংবাদদাতা/সারাবাংলা ডেস্ক

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement