২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

বিংয়ের নতুন সংস্করণে ব্যবহারকারী বেড়ে ১০ কোটি

Advertisement

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের নতুন সংস্করণের এক মাসের মধ্যে বিপুল পরিমাণে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি সমৃদ্ধ সার্চ ইঞ্জিনে এখন দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়িয়েছে। সার্চ ইঞ্জিনটি ২০০৯ সালে যাত্রা শুরুর পর বিগত এক যুগের বেশি সময় ধরে এক দিনে এত ব্যবহারকারী পায়নি।

মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা বিংয়ের এ সাফল্য উপভোগ করছি। তবে এ সংখ্যা আমাদের জন্য রেকর্ড হলেও ব্রাউজার হিসেবে শীর্ষে যেতে এটি উল্লেখযোগ্য কিছু নয়। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’

তিনি বলেন, ‘আগে কখনও বিং ব্যবহার করেননি এমন ইন্টারনেট ব্রাউজাররাও সার্চ ইঞ্জিনটিতে আসছেন। অনেকে এখন নিয়মিত বিং ব্যবহার করছেন। বিংয়ে সার্চ করেন এমন ব্যবহারকারীর মধ্যে এক-তৃতীয়াংশই নতুন। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা ব্যবহারকারীদের জন্য সার্চ ও গতানুগতিক উত্তরের বাইরে এসে চ্যাটিং অভিজ্ঞতা যোগ করেছি। বিষয়টি ব্যবহারকারীদের জন্য উপভোগ্য হয়ে উঠেছে।’

মাইক্রোসফট মনে করছে, বিংয়ে চ্যাটজিপিটির ‘প্রমিথিউস’ শীর্ষক এআই মডেল সার্চ ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসায় এটি ব্যবহারকারীদের বেশি টানছে। নতুন সংস্করণের বিং চালুর পর এ প্ল্যাটফর্মে এখন পর্যন্ত সাড়ে ৪ কোটির বেশি কথোপকথন হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement