২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ৫ হাজার কোটি টাকা, লেনদেন বেড়েছে ৫৩ শতাংশ

Advertisement

তিনদিন সূচকের উত্থান আর দুদিন দিন পতনের মধ্য দিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ টাকা। প্রায় ৫ হাজার কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

বাজারের চিত্রে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন ছিল ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ১৯৯ টাকা। শতাংশের হিসাবে মূলধন বেড়েছে দশমিক ৬৩ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে।

বিদায়ী (৩০ অক্টোম্বর-০৩ নভেম্বর) সপ্তাহের পাঁচ দিনের মধ্যে সপ্তাহের প্রথম দুদিন কর্মদিবস দরপতনের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপর সপ্তাহের তিন কর্মদিবসে লেনদেন হয়েছে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে।

আলোচিত এ সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২২২টির। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১২ পয়েন্ট কমে দুই হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৮৯১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকা। টাকার অংকে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৮৯ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকার। যা শতাংশের হিসেবে বেড়েছে ৫২ দশমিক ৭২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসেস, বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো সিএনজি, বাংলাদেশ শিপিং করপোরেশন, রয়েল টিউলিপ সি পার্ল এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার।

একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৯২১ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকা।

লেনদেন হওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ৩৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement