২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

বিপিএলের নবম আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আজ

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ (২৩ নভেম্বর) বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা ১১ঃ৩০ নাগাদ শুরু হবে ড্রাফট কার্যক্রম। অবশ্য ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে আসরের ৭ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৭ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। 

৭ ক্রিকেটারের মধ্যে যেখানে আছেন মাশরাফি বিন মর্তুজা(সিলেট), তামিম ইকবাল(খুলনা) সাকিব আল হাসান (বরিশাল), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম), নুরুল হাসান সোহান(রংপুর), মোস্তাফিজুর রহমান(কুমিল্লা), তাসকিন আহমেদের (ঢাকা) মতো ক্রিকেটার। 

যদিও সরাসরি দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তারকা ব্যাটার লিটন দাস। তবে এই তিনজনই থাকছেন এবারের ড্রাফটে সবচেয়ে দামী ‘এ’ ক্যাটাগরিতে।

এই তিন ক্রিকেটার সহ আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরিতে ২২০ জন দেশী ক্রিকেটার থাকছে। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement