১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

বিয়ের জন্য রাস্তায় বিলবোর্ডে বিজ্ঞাপন

Advertisement

বিয়ে নিয়ে যেসব ভীতি কাজ করে, সেগুলোর অন্যতম- কেমন হবে হবু জীবনসঙ্গী। প্রেমের বিয়েতে এই ঝঁক্কি না থাকলেও পারিবারিকভাবে আয়োজিত বিয়েতে (অ্যারেঞ্জ ম্যারেজ) এই অনিশ্চয়তা কাজ করে প্রচণ্ড। এমন এক দোদুল্যমান অবস্থায় আছেন মোহাম্মদ মালিক নামে এক যুবক। অ্যারেঞ্জ ম্যারেজে ভীষণ ভয় তার। তাই তো পাত্রী খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নেন ২৯ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক মালিক।

লন্ডন এবং বার্মিংহামের বিলবোর্ডে পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। আগ্রহীদের জন্য খুলেছেন একটি ওয়েবসাইটও। বিলবোর্ডে লেখা, ‘সেভ মি ফ্রম অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ’ অর্থাৎ (পারিবারিকভাবে আয়োজিত বিয়ে থেকে আমাকে বাঁচান)। তিনি বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজে আমার আপত্তি নেই। তবে আমার পছন্দ, নিজে থেকে কাউকে খুঁজে বের করা।’

পেশায় ব্যাংক পরামর্শক মালিক এখন পর্যন্ত উপযুক্ত কারও সাড়া পাননি। তবে হাল ছাড়তে চান না মালিক। আশা করছেন, তার বিশেষ ওয়েবসাইট findmalikawife.com ভাগ্য বদলে দেবে। বিজ্ঞাপনটি দেয়ার পর থেকে ইনবক্সে শত শত আগ্রহীর বার্তা পেয়েছেন মালিক। তিনি বলেন, ‘এখনও সেসব দেখার সময় পাইনি। আমাকে এ জন্য কিছু সময় বের করতে হবে। এ ধাপটি নিয়ে আগে ভাবিনি।’

পাকিস্তানি বংশোদ্ভূত মালিক আরও বলেন, ‘বিজ্ঞাপন দেয়ার আগে নারীদের সঙ্গে দেখা করার নানা উপায় খুঁজছিলাম। ডেটিং অ্যাপস, ডেটিং ইভেন্ট ছিল। কিন্তু এগুলোয় আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। অবশেষে বন্ধুর পরামর্শে বিজ্ঞাপনের ধারণা মাথায় আসে। ভাবলাম, এটা তো খারাপ কিছু নয়।’ এ কাজে শুরু থেকে পরিবারের সমর্থন ছিল বলে দাবি মালিকের। যদিও তাদের মানাতে বেগ পেতে হয়েছে যথেষ্ট। মালিকের আশা, জীবনসঙ্গীর সঙ্গে নিজের ধর্মীয় মতাদর্শ মিলবে; স্ত্রীর সুসম্পর্ক থাকবে তার পরিবারের সঙ্গে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement