১৬ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

বিরতির পর আবারও অলিম্পিয়াডে জিতল বাংলাদেশ

Advertisement

এক দিন বিরতির পর আবারও শুরু হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। গতকাল সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৩১ সিডেড সুইডেনের সাথে ২-২ গেম পয়েন্টে কৃতিত্বপূর্ণ ড্র করেছে। অপর দিকে মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ৩-১ গেম পয়েন্টে সিরিয়াকে পরাজিত করে।

বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭) সুইডেনের গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াস নিলসকে (রেটিং-২৬৫৫) পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াসের সিসিলিয়ান পদ্ধতির বিরুদ্ধে ইংলিশ এ্যাটাক পদ্ধতিতে খেলে ৫৫ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) সুইডেনের গ্র্যান্ড মাস্টার হির্লাপ পারসন টিগারের (রেটিং-২৫১৬) সাথে ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) সুইডেনের গ্র্যান্ড মাস্টার ওয়েস্টারবার্গ জোনাথনের (রেটিং-২৪৭৬) সাথে ড্র করেন। ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) সুইডেনের গ্র্যান্ড মাস্টার ইমানুয়েল বার্গের (রেটিং-২৫৩৩) কাছে হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল সাত খেলায় আট পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৫৯তম স্থানে রয়েছে।

মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) যথাক্রমের সিরিয়ার মাহমুদ ওলা (রেটিং-০), আহমেদ মুরাদ ফাতিমা আলজাহরা (রেটিং-১৭৯১) ও মহিলা ফিদে মাস্টার মাহমুদ রোওলাকে (রেটিং-১৭৬৫) পরাজিত করেন। বাংলাদেশ মহিলা দলের উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সিরিয়ার খালিল মানারের (রেটিং-১৮৩১) কাছে হেরে যান। মহিলা দল ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে রয়েছে। আজ অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল তুরস্কের বিপক্ষে খেলবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement