২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

বৃহত্তম কেকের পোশাক বানিয়ে বাজিমাত

Advertisement

সুইজারল্যান্ডের থুন শহরে ২০১৪ সালে একটি কেকের দোকান খোলেন নাতাশা কোলিন কিম ফাহ লি ফোকাস। তার এ দোকানের নাম দেন সুইটিকেকস। চলতি বছর ১৫ জানুয়ারি কেক দিয়ে পরিধানযোগ্য বিশালাকারের একটি পোশাক বানান তিনি। সে পোশাকেই তিনি করেছেন বাজিমাত, গড়েছেন বিশ্বরেকর্ড।

পোশাকটির ওজন ১৩১.১ কেজি। সুইস ওয়ার্ল্ড ওয়েডিং ফেয়ারের সমাপনীতে এ পোশাক প্রদর্শিত হয়। এটি তৈরিই করা হয়েছিল রেকর্ড গড়ার জন্য।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানায়, বৃহত্তম পরিধানযোগ্য কেকের পোশাক, যার ওজন ১৩১.১ কেজি। এটি তৈরি করেছেন সুইটিকেকসের নাতাশা কোলিন কিম ফাহ লি ফোকাস।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, খাবার অপচয় করা যাবে না। পরে ওই কেক অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়। যা অবশিষ্ট ছিল তা পরদিন সুইটিকেকসের ফ্ল্যাগশিপ শপে বিতরণ করা হয় বিনামূল্যে। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement