২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

Advertisement

আবারও একদিন পর আজ দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা কোম্পানির শেয়ারের দাম কমার এই দিনে কেবল বস্ত্র খাতের শেয়ারের দাম বেড়েছে।

দিনভর সূচক ওঠামানা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৮৩ পয়েন্ট।

সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেন। এর ফলে সোম ও মঙ্গলার দুদিন সূচকের উত্থানের পর আজ  কিছুটা দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, আজ বাজারে মোট হাত বদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ৫২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৬টি শেয়ার। এর মধ্যে ১২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ও কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪১ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৮২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ ৪২ হাজার টাকা। তবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। তারপর দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড, তৃতীয় স্থানে ছিল ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার। এরপর যথাক্রমে ছিল বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, এক্টিভ ফাইন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস, লাফার্জহোলসিম এবং সাইফ পাওয়ার লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে ২১ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৫টির শেয়ারের। কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭৭০টাকা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement