১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

বড় উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে আজকের লেনদেন

Advertisement

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ। এদিন দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য অনুযায়ী, এদিন বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৯৩৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৭৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

এদিন ২২ মার্চ লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র প্রধান সূচক ৭৯ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৯ দশমিক ৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৪ দশমিক ৭৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল আমরা টেকনোলজি, ভিএফএস থ্রেড, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, বিডিকম, দেশ জেনারেল গার্মেন্টস, বিএসসি, স্কয়ার ফার্মা এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৮৭০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬৭১ টাকার শেয়ার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement