২৩ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

ভারতের সাথে তেল রপ্তানিতে বিরাট চুক্তি করল রাশিয়া

Advertisement

ভারতে তেল রপ্তানির পরিমাণ আরো বাড়াতে চাইছে রাশিয়া। ওই দেশের বিখ্যাত তেল উৎপাদন সংস্থা রোসনেফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে বিরাট চুক্তি সম্পাদন করেছে তারা। ভারতে তেল রফতানির পরিমাণ আরও বাড়িয়েই এই চুক্তি সম্পাদন হয়েছে। রোসনেফটের এক শীর্ষ কর্মকর্তা ভারতে গিয়ে এই চুক্তি সই করেছেন বলেই জানা গেছে। তবে কত পরিমাণ তেল রফতানির চুক্তি হয়েছে, সেই বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

মঙ্গলবারই রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক বলেছিলেন, ভারতে রুশ তেল রফতানির পরিমাণ প্রায় কুড়িগুণ বেড়েছে। তারপরেই বুধবার বিবৃতি প্রকাশ করে রোসনেফট। সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘রোসনেফট অয়েল কোম্পানি ও ইন্ডিয়ান অয়েল কোম্পানি একটি চুক্তি সই করেছে। আগের থেকে অনেক বেশি রুশ তেল রফতানি করা হবে এই সংস্থায়। এমনকি দুই দেশের মুদ্রা ব্যবহার করেই যেন বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে দুই সংস্থার মধ্যে।’

গত বছর ইউক্রেনে রুশ হামলার পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রবল চাপের মুখে পড়ে রাশিয়া। একাধিক নিষেধাজ্ঞার চাপে ভ্লাদিমির পুতিনের দেশের উপর। রুশ পণ্য কেনাবেচা কার্যত বন্ধ করে দেয় একাধিক পশ্চিমি দেশ। সেই সময়ে ভারতকে বিশাল ছাড়ে তেল বিক্রি করার সিদ্ধান্ত নেয় রাশিয়া। তারপরেই ব্যাপকহারে বাড়তে থাকে রুশ তেলের আমদানি। তবে জানা গেছে, গত বছর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোসনেফট। তারপরই ভারতের সাথে চুক্তি সম্পাদন করেছে তারা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement