১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের উৎসবে একাকার কুষ্টিয়াবাসী

Advertisement

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে জোড়া উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ‘আজই বসন্ত জাগ্রত দ্বারে’ ষড়ঋতুর এই দেশে বাঙালি প্রতি বছরই উৎসবমুখর এই বসন্তের অপেক্ষায় থাকে। বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত এলে গাছে গাছে ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা চলে অবিরত। শনিবার থেকেই দেশজুড়ে দেখা গেছে বসন্ত উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উৎসব করার নির্দেশনা থাকলেও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছে নিয়মের বেড়াজাল ডিঙিয়ে। ফাল্গুনের প্রথম দিন এ বছর কিছুটা অন্য রকম। বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন ও ইংরেজি মাসের ১৪ ফেব্রুয়ারি মিলেছে এক সুতোয়। ফলে এক দিনে দুটি উৎসব পালন করছেন তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ। কুষ্টিয়াতেও নানা বয়সী মানুষের মধ্যে তার ব্যত্যয় ঘটেনি। প্রিয়জনকে ভালবাসা জানাতে এখন ফুলের চাহিদা বেশ। তাই নগরীর এনএস রোড ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীরা।ভালোবাসা দিবসে উৎসবের আমেজ

অন্যদিকে এই বিশেষ উপলক্ষ ঘিরে স্থায়ী দোকানের পাশাপাশি বিভিন্ন সড়কে গড়ে ওঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ফুলের দোকান।

ওই সকল দোকানে বাহারী ধরনের ফুল দিয়ে পসরা সাজানো হয়েছে। ক্রেতাদের আকৃষ্ঠ করতে চলছে গান-বাজনা। আর ফুলের দোকানগুলোতে ব্যাপক সংখ্যক ক্রেতাদের সমাগম ঘটছে। 

তবে ক্রেতাদের দাবি ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন দোকানীরা। যদিও দোকানীরা বলছেন ফুলের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।

কয়েকটি ফুলের দোকান ঘুরে দেখা গেছে, প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১৫-৫০ টাকার করে। এছাড়া রজনীগন্ধার দাম প্রতি পিস ১৫ টাকা, গ্ল্যাডিওলাস ফুলের প্রতি স্টিক ২৫ টাকা, চন্দ্রমল্লিকা ফুল ১০ টাকা পিস, গাঁদা ফুলের মালা ৪০ টাকা ও মাথায় রাউন্ড বেল্টে সাজানো ফুল ১০০-১২০ টাকা করে বিক্রি হচ্ছে।

গোলাম সিদ্দিক জান্টু/কুষ্টিয়া সংবাদদাতা/সারাবাংলা ডেস্ক

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement