২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

মধুমতি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে পুনঃনিয়োগ পেলেন সফিউল আজম

Advertisement

সফিউল আজম মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিন বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন।

তিনি ২০১৬ সালে প্রথমবারের মতো দায়িত্বগ্রহণ করেন। ২০১৪ সালে মধুমতি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর করা সফিউল আজম ১৯৯১ সালে এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনানি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ৩১ বছরের ব্যাংকিং পেশায় সফিউল আজম শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বহু দেশ সফর করেছেন এবং বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন। সফিউল আজম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement