২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

মমেক’এ ২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

Advertisement

দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। তার মধ্যে ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আগের কয়েক দিনের তুলনায় করোনা শনাক্তের হার ও মৃত্যু কিছুটা কমেছে।

একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহিদ মিয়া (৫০)। 

আজ ৪ ফেব্রুয়ারি সকালে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

একদিনের ব্যবধানে ময়মনসিংহে করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ থেকে কমে ২৭ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement