১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

মাগুরায় পার্সিং মাঠ দিবস অনুষ্ঠিত

Advertisement

মাগুরা সদর উপজেলার মঘির ঢালে পার্সিং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজেনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে সারা জেলায় একযোগে ফসলি জমিতে পার্সিংয়ের কার্যক্রম শুরু হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণের উপ পরিচালক সুফি রফিকুজ্জামান। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের বেগ জানান, মাগুরা জেলায় প্রতি সিজনে ৩৭ হাজার হেক্টর ধানী জমি রয়েছে। যেখানে ২ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়। এ সময় প্রতি সিজনে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার কীটনাশক ব্যবহার হয়। যা হিসাব করলে দেখা যায় বছরে ৩০ কোটি টাকার কীটনাশক ব্যবহার হয়। সে ক্ষেত্রে আমরা যদি পার্সিং পদ্ধতিটি পুরো জেলাতে সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের কৃষকদের অনেক টাকা সাশ্রয় হবে। সেই সাথে কীটনাশকমুক্ত ফসল পাব। সেই সাথে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। ইতোমধ্যে ৩০ থেকে ৪০ ভাগ জমিতে পার্সিং করা আছে। আমি চাই আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মাগুরা জেলা পার্সিং পদ্ধতির আওতায় আসবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement