১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

মাত্র ১৫ মিনিটে সূচক বাড়ল ৭১ পয়েন্ট

Advertisement

সূচকের বড় উত্থানের মাধ্যমে চলছে পুঁজিবাজারের লেনদেন। ফলে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে (২৬ জুলাই) মঙ্গলবার লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মাধ্যমে আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ায় এ দিন লেনদেনের প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়েছে।

এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এসময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৫২ লাখ ২৭ হাজার ৭৫১ টাকা।

সিএসইতে ৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement