২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে লাল চাঁনের মৃত্যুদণ্ড বহাল

Advertisement

২০০৫ সালে মানিকগঞ্জের সিংগাইরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী লাল চাঁন মিয়াকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো.বশির উল্লাহর বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি। আসামি পলাতক থাকায় তার পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাসনা বেগম।

সিংগাইরের মৃত ইয়াকুবের মেয়ে সালমা বেগমের সঙ্গে একই উপজেলার করিম গাজীর ছেলে লাল চাঁনের বিয়ে হয় ২০০৩ সালে। বিয়ের এক মাস পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন লাল চাঁন। ২০০৫ সালের (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে যৌতুকের দাবিতে লাল চাঁন ও তার বাবা মুন্নাফ স্ত্রী সালমা বেগমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন।

পরে পুলিশ আসামি লাল চাঁন ও বাবা মুন্নাফের বিরুদ্ধে একই বছরের (২৬ জুন) আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এদিকে মামলা চলাকালে আসামি মোন্নাফ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বিচার শেষে লাল চাঁন মিয়াকে ২০১৭ সালের (৩০ মার্চ) মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement