২০ এপ্রিল, ২০২৪, শনিবার

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষৎ রাষ্ট্রদূত আজাদের

Advertisement

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ২৫ মে বুধবার মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভাইস প্রেসিডেন্ট করোনাকালীন বাংলাদেশের দেওয়া বিভিন্ন সহযোগিতা ও মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়া তিনি উভয় দেশের মধ্য চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার মালদ্বীপে আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধকরণ এবং শ্রমবাজার উন্মুক্তকরণের জন্য অনুরোধ জানান। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অ্যাম্বাসেডর এট লার্জ আব্দুল গফুর মোহাম্মদ এবং মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement