২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Advertisement

মালদ্বীপে প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসের উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সময় (১৪ ডিসেম্বর) বুধবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন আব্দুস সালাম ও শিরিন ফারজানা।

প্রধান অতিথি বক্তব্যে হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ ও সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement