২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

মুগ্ধতা ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার লাস্যময়ী নাচুনে অ্যাথলেট জেনেকে

Advertisement

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকানোর আগে নেচে-কুদে আলোচনায় এসেছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যান্ড্রু রেডমেইন। অবশ্য খেলার মাঠে নেচে এক দশক আগেই আলোচনায় এসেছিলেন অস্ট্রেলিয়ার নারী অ্যাথলেট মিশেল জেনেকে। দীর্ঘ বিরতির পর গত মাসে যুক্তরাষ্ট্রের ওরেগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ট্রেডমার্ক ওয়ার্মআপ ড্যান্স দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহ্যামে চলমান কমনওয়েলথ গেমসে আগামী শুক্রবার আবারও ট্র্যাকে দেখা যাবে তাকে।

ট্র্যাক এন্ড ফিল্ডের পাশাপাশি মডেল হিসেবেও সমান জনপ্রিয় অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী দৌড়বিদ জেনেকে। ২০১০ সালে গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে ১০০ মিটার হার্ডলসে রুপা দিতে পাদপ্রদীপের আলোয় আসেন। এর বছর দুয়েক পরই দৌড় শুরুর আগে ট্র্যাকে ওয়ার্ম আপ ড্যান্স করে আলোচনার জন্ম দেন।

অন্তর্জালে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া অজি সুন্দরী জেনেকে ২০১৩ সালে বিশ্বখ্যাত স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনে সুইমস্যুট ইস্যুর প্রচ্ছদে এসে শোরগোল ফেলে দেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করে রিও অলিম্পিকে জায়গা করে নেন। তবে অলিম্পিকের মঞ্চে ১০০ মিটার হার্ডলসে হিটে ৩৭তম হয়ে বাদ পড়েন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসে ১০০ মিটার হার্ডলসে চতুর্থ স্থানে ছিলেন। এরপর চোটাঘাত বছর তিনেক ট্র্যাক থেকে দূরে ছিলেন। তবে সদ্য সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দিয়ে আবারও পুরনো ছন্দে ফিরেছেন তিনি। পদক জিততে না পারলেও ১০০ মিটার হার্ডলসে নিজের সেরা সময়ে (১২.৬৬ সেকেন্ড) দৌড় শেষ করেছেন জেনেকে।

আগামী শুক্রবার হিট দিয়ে শুরু হবে জেনেকের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস মিশন। এবার নিশ্চয়ই নাচের সঙ্গে দৌড় দিয়েও মুগ্ধতা ছড়াতে চাইবেন এই অজি অ্যাথলেট।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement