২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

Advertisement

মেক্সিকো সিটিতে বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে দূতাবাস বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দূতাবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এরপর বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement