২০ এপ্রিল, ২০২৪, শনিবার

মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই ম্যারাডোনা-রোনাল্ডোর রেকর্ড ছুঁলেন মেসি

Advertisement

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।

এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। তিনি ছুঁয়ে ফেললেন দিয়েগো ম্যারাডোনা ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড।

বিশ্বকাপে ৮ গোল রয়েছে ম্যারাডোনা ও রোনালদোর। মেক্সিকোর বিপক্ষে গোল করে মেসিও সেই সংখ্যাটি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে। তবে এই তিনজনের মধ্যে কম ম্যাচ খেলে ৮ গোল করেছেন রোনাল্ডো। বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে ৮ গোল করেছেন।

তবে এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে ২ গোল করা হয়ে গেছে আর্জেন্টিনার অধিনায়কের। আর একটি গোল করলে তিনি ছাপিয়ে যাবেন ম্যারাডোনাকে।

গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামলে মারাডোনার আরও একটি রেকর্ড ভাঙবেন মেসি। সেটি হলো আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চারটি বিশ্বকাপ মিলিয়ে ম্যারাডোনা খেলেছেন ২১ ম্যাচ। আর পোল্যান্ডের বিপক্ষে নামলে ২২ ম্যাচ খেলা হয়ে যাবে মেসির।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement