২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

মেসি আর্জেন্টিনার নন, রোনালদোও পর্তুগালের নন : মারকিনিয়োস

Advertisement

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ আক্ষেপ ঘোচানোর আশা নিয়ে এবার কাতারে পা রেখেছেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল কখনো ফাইনালেই ওঠেনি। সেই দলটিকে এবার বিশ্বকাপ স্বপ্নপূরণের মিশনে নেমেছেন রোনালদো। 

সেই মেসি-রোনালদোই কি-না, আর্জেন্টিনা-পর্তুগালের নন! এমন মন্তব্য করেছেন ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিয়োস। তাহলে এই দুই কিংবদন্তি কোন দেশের? সেটাও জানিয়েছেন তিনি, পিএসজি ডিফেন্ডারের মতে, এই দুই জন সারা বিশ্বেরই সম্পদ। 

ব্রাজিল আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে। তার ঠিক আগে সংবাদ সম্মেলনে এসে মারকিনিয়োস মুখোমুখি হলেন মেসি-রোনালদো বিষয়ক ‘অপ্রাসঙ্গিক’ প্রশ্নের। তবে পিএসজি ডিফেন্ডার মোটেও তাতে অখুশি হননি। বরং প্রশ্নটার তারিফও করলেন।

মেসির পিএসজি সতীর্থ এরপর জবাবে বললেন, ‘আমার মনে হয়, এই দুই খেলোয়াড়, লিওনেল মেসি আর্জেন্টাইন নন, ক্রিশ্চিয়ানোও পর্তুগিজ নন। তারা সে সীমারেখা পার করে ফেলেছে।’

মেসি-রোনালদোর স্তুতি এখানেই শেষ করলেন না মারকিনিয়োস। বললেন, ‘তারা ফুটবলের জন্যই বড় সম্পদ। যারা খেলাটাকে ভালোবাসে, এর বিভিন্ন টুর্নামেন্ট, প্রতিযোগিতা পছন্দ করেন, তাদের জন্য এই দুইজন বড় সম্পদ। তারা শুধুই তাদের দেশের নন।’

আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে পিএসজিতে একই দলে খেলছেন মারকিনিয়োস। তার সঙ্গে খেলে কেমন বোধ করেন তিনি? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার জানান, ‘আমরা তাদের উপস্থিতি উপভোগ করি, তাদের খেলা দেখতেও ভালো লাগে। আমি নেইমারের সঙ্গে, মেসির সঙ্গে খেলেছি, তাদের উপস্থিতি আমাকে বেশ উপকৃত করেছে।’

ভবিষ্যৎ প্রজন্মে অনেক খেলোয়াড়ই আসবেন, কিন্তু মেসি-রোনালদো আর আসবেন না, মারকিনিয়োস ইঙ্গিত দিলেন এমনই। বললেন, ‘জীবন কেটে যায়, অনেক প্রজন্ম আসবে সামনে। কিন্তু তাদের খেলা যত বেশি সম্ভব উপভোগ করতে হবে আমাদের।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement