২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর ট্রেন চালু

Advertisement

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে ট্রেন চলাচল সচল হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান।

সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন নগরীর কেওয়াটখালী এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, গৌরীপুর, মোহনগঞ্জ ও জারিয়ামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মহিউদ্দিন বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় গৌরীপুর, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ স্টেশনে তিনটি ট্রেন আটকা পড়ে।

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন গিয়ে দূর্ঘটনা কবলিত বগি লাইনে বসালে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement