২০ এপ্রিল, ২০২৪, শনিবার

যুক্তরাজ্যে ক্রেডিট কার্ডের ঋণ ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ

Advertisement

চলতি বছরের জুনে গত ১৭ বছরের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ ঋণ নেওয়া হয়েছে যুক্তরাজ্যে। ব্যাংক অব ইংল্যান্ডের পরিসংখ্যানের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ সাড়ে ১২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে; ২০০৫ সালের নভেম্বরের পর যা সর্বোচ্চ।

ব্যাংকের হিসাব থেকে আরও দেখা যাচ্ছে যে, মাসে সঞ্চয়ের জন্য গ্রাহকদের যে অর্থ বরাদ্দ ছিল সেখানেও কাটছাট করতে হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ঋণ নেওয়ার পরিমাণ বাড়তে থাকা আর সঞ্চয় হ্রাস ইঙ্গিত দেয় যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মানিয়ে নিতে মানুষকে লড়াই করতে হচ্ছে।

জ্বালানি এবং খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে যুক্তরাজ্যে গত ৪০ বছরের মধ্যে এখন দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির বর্তমান হার ৯.৪ শতাংশ।

ব্যাংক অব ইংল্যান্ডের সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা যায়, একদিকে যেমন ঋণের পরিমাণ বেড়েছে, অন্যদিকে ব্যাংক এবং বিল্ডিং সোসাইটিতে জমা হওয়া অর্থের পরিমাণও কমেছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের সহকারী অর্থনীতিবিদ নিকোলাস ফার বলছেন, ঋণের পরিমাণ বৃদ্ধি থেকে এ ইঙ্গিত পাওয়া যায় যে, উচ্চ মূল্যস্ফীতির কারণে খরচের বোঝা সামলাতে পরিবারগুলো ঋণ নিতে বাধ্য হচ্ছে।

সূত্র : বিবিসি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement