২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

রবির বিরুদ্ধে অভিনেত্রী সাবার মামলা

Advertisement

অনুমতি না নিয়ে কনটেন্ট ব্যবহার করার অভিযোগে রবি আজিয়াটা লিমিটেডসহ আরও একটি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

(২ অক্টোবর) রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে অভিনেত্রী সোহানা শারমিন সাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক কনটেন্টটি অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগে তিনি ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেন।

মামলায় রবি আজিয়াটা লিমিটেড ছাড়াও মেসার্স আইনস্টেক স্টুডিও কে বিবাদী করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন— রবির চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই, পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ডা. এম সাদিকুল ইসলাম, ডা. হ্যান্স বিজয়াসুরিয়া, বিবেক সুদ, রনদীপ সিং সিখন, কামাল দুয়া, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম, চিফ ইনফরমেশন অফিসার ডা. আসিফ নাঈমুর রশিদ, চিফ এক্সিকিউটিভ অ্যান্ড ফিনান্সিয়াল অফিসার রিয়াজ রাশেদ, মেসার্স আইনস্টেক স্টুডিওর ম্যানেজিং পার্টনার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার তারেক ইবনে হায়দার।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে শুনানি শেষে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement