২০ এপ্রিল, ২০২৪, শনিবার

রাজধানীর কামরাঙ্গীরচরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Advertisement

ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ছন্দে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা। তবে ইনজুরির কারণে মাঝে মধ্যে থমকে যেতে হয়েছে তাকে। অবশ্য সব বিপত্তি কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন বীরের বেশে। দলের অন্য খেলোয়াড়দের তুলনায় এ কারণেই তার প্রতি চাওয়া-পাওয়া বেশি ভক্ত অনুরাগীদের। অবশ্য এবার কাতার বিশ্বকাপে নেইমারের থেকে চাপ কমাতে চান দলের আরেক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ভিনি, তাইতো নেইমারের পাশাপাশি নিজেও জ্বলে উঠতে চান। এ নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘তরুণ খেলোয়াড় হিসেবে নেইমার অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। এতো তরুণ বয়সে এই পরিমাণ চাপ নিয়ে খেলা সহজ কথা নয়। সে নিশ্চিত করে তরুণ প্রজন্মের জন্য সবকিছুই যেন সহজ হয়ে যায়। এটা স্বপ্নের মতো কারণ তাকে আদর্শ মেনেই আমরা বড় হয়েছি।’

ভিনিসিয়ুস আরও বলেন, ‘নেতা হিসেবে সে (নেইমার) কী করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে জানে আমাদের সাহায্য করলেও, আমরাও তাকে অনেক সাহায্য করে বিশ্বকাপটা অসাধারণ করতে পারব।’ 

ভিনিসিয়ুস নিজেও ইনজুরিতে ভোগেন এ নিয়ে তার ভাষ্য, ‘নেইমার বার্সেলোনায় থাকতে অনেক কিছু শিখেছি আমি। ক্রিস্তিয়ানো রোনালদোও রিয়ালের হয়ে খেলার সময় ইনজুরিতে ভুগেছে। তবে করিম আমাকে শান্ত থাকতে বলেছে। কারণ যদি প্রতিপক্ষ তাড়া করে, তার মানে আমি গুরুত্বপূর্ণ। তারা আমার ভয়ে থাকে।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement