২০ এপ্রিল, ২০২৪, শনিবার

রাজধানীর যাত্রাবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বাথরুমে বালতিতে থাকা পানিতে পড়ে আব্দুর রহমান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

(১ অক্টোবর) শনিবার দুপুর ১২টায় এই দূর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা সাকির গণমাধ্যমকে বলেন, বাসায় খেলতে খেলতে সে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে থাকা বালতির পানিতে সে পড়ে থাকলে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

খেলার ছলে কখন সে বালতির পানির মধ্যে পড়ে গেছে সেটা কেউ খেয়াল করিনি। আমার সোনার টুকরা ছেলেটাকে অসতর্কতার কারণে হারিয়ে ফেললাম, বলেন শিশুটির বাবা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement