২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement

রাজশাহীতে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিদিরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বাগমারা উপজেলার চাঁন্দের আড় গ্রামের রঘুনাথ দাসের ছেলে রামেশ দাস (৪৫) ও লাউপাড়া গ্রামের পরশ মোল্লার ছেলে আলাল মোল্লা (৪০)। তারা রাজশাহী থেকে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল বলে পুলিশ জানায়।

পবা থানার (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মহাসড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী নওগাঁর দিকে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে গিয়ে হর্ণ দিলে মোটরসাইকেল চালক সাইড দিতে গিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এ সময় দুই আরোহীকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ওসি) আরও জানান, বালুবাহী ট্রাকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তবে রাজশাহীর কোনো বালু ইজারাদারের ট্রাক বলে প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে।

জানা গেছে, নিহত পরেশ সাহা আস্থা নামের একটি এনজিওতে চাকরি করতেন। আর আলাল মোল্লা গোখাদ্যের ব্যবসা করতেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement