১৬ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

রাজশাহীর গণসমাবেশেও খালেদা জিয়া-তারেকের জন্য চেয়ার ফাঁকা

Advertisement

বিএনপির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো রাজশাহীতেও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানেও চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

আজ শনিবার রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠে) এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সকালে সরেজমিনে দেখা যায়, মঞ্চে অতিথিদের আসনের জায়গায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রাখা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে একাই মঞ্চে বসে থাকতে দেখা গেছে।

এর আগে কুমিল্লা ও বরিশালের বিভাগীয় গণসমাবেশে খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। বাকি সমাবেশগুলোয় শুধু খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছিল।

এদিকে সমাবেশকে ঘিরে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ।

প্রসঙ্গত, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। গত (১২ অক্টোবর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রথম সমাবেশ হয়। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহীর মাদ্রাসা মাঠে নবম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement