২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

রোজা রাখা অবস্থায় গলায় মশা-মাছি ও ধোঁয়া ঢুকে গেলে রোজা হবে কি না?

Advertisement

রোজা রাখা অবস্থায় হঠাৎ গলায় ধুলাবালি, মশামাছি বা ধোঁয়া প্রবেশ করতে পারে। এ নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান যে, এসব কারণে রোজা ভেঙে যাবে কিনা?

তাদের জেনে রাখা দরকার যে, এতে বিচলিত হবার কিছু নেই। কারণ, অনিচ্ছাবশত গলায় ধোঁয়া, ধুলাবালি, মশা, মাছি চলে গেলে রোজা ভঙ্গ হয় না। (শামি: খণ্ড ৩, পৃষ্ঠা-৩৬৬)।

তাছাড়াও ফতওয়ার কিতাবে উল্লেখ আছে যে, ‘চাই তা পেটের ভেতরে চলে যাক না কেন। কেননা এগুলোকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে না। যদিও মুখে তার স্বাদ অনুভব হয়।’ (ফতওয়ায়ে কাজিখান: ১/২৯৮)

আবদুল্লাহ ইবনে আববাস (রা.) এক লোকের কণ্ঠনালিতে মাছি ঢুকে গেলে তাকে বললেন, এতে তোমার রোজা ভঙ্গ হয়নি। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড: ৬, পৃষ্ঠা-৩৪৯; ফাতহুল কাদির, খণ্ড: ০২, পৃষ্ঠা : ২৫৮)

রান্না করার সময় নাক-মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। তবে, ইচ্ছাকৃত ধোঁয়া নাক-মুখ দিয়ে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। (হেদায়া: ১/১০৮; বাদায়িউস সানায়ি : ২/৯০)

সেই হিসেবে ধুমপান করলেও রোজা ভেঙে যাবে। এমনকি সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যাবে। আর স্বেচ্ছায় ধূমপান করার কারণে কাজা-কাফফারা উভয়টি অপরিহার্য হবে। (সূত্র: আদ্দুররুল মুখতার: ২/৩৯৫; হাশিয়াতুত তহতাভি আলাদ্দুর: ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ-৬৮১)

আবদুল্লাহ ইবনে আববাস (রা.) ও ইকরিমা (রহ.) বলেন, ‘(পেটে) কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়।’ (সহিহ বুখারি: ১/২৬০-তালিক)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজার যাবতীয় হুকুম আহকাম মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement