২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

লভ্যাংশ ঘোষণা করল পদ্মা অয়েল ও ইস্টার্ন ক্যাবলস

Advertisement

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি ও ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। (৩০ জুন) ২০২২ সমাপ্ত বছরের ১২৫ ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানি দুটি।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (৩০ জুন) ২০২২ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২৪ টাকা ৪৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ারধারীদের ১২২ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৩৭৫ টাকা লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির রিজার্ভে রেখে দেওয়া হবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে (২১ জানুয়ারি)। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে (৫ ডিসেম্বর)।

অপর কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে (৩০ জানুয়ারি)। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে (৮ ডিসেম্বর)।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement