১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

লোকসান বাড়ছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের

Advertisement

লোকসান থেকে বের হতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

(৩০ জুন) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দেখিয়েছে ৫৭ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দেখিয়েছে ২৩ টাকা ২৯ পয়সা।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিক অর্থাৎ জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৭ পয়সা। দিন যতই যাচ্ছে কোম্পানিটির লোকসানের পাল্লা তত বাড়ছে।

২০১৫ সালে সর্বশেষ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার আগে ২০১৩ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি। এই শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement