২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানীর শেয়ার দাম বেড়েছে

Advertisement

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ। এদিন শেয়ার বিক্রির চাপে সূচক ওঠানামার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

১৪ ডিসেম্বর লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। ডিএসইতে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‍ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৫১টি শেয়ারের দাম।

একই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৯৪ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ২০ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১০৯ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪২টির, অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement