৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

সপ্তাহের শেষ কর্মদিবসে পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

Advertisement

কয়েকদিন দরপতনের পর ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কর্মদিবস (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। এর ফলে সোম ও মঙ্গলবার দরপতনের পর বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ৩৫৪টি প্রতিষ্ঠানের মাত্র ৪ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯২৬টি শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৭১ লাখ ৪৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকা।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশনের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। এরপর শীর্ষ স্থানে ছিল যথাক্রমে মুন্নু সিরামিকস, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে মোট ৩৪ কোটি ২ লাখ ৫৬ হাজার ৭৪৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ২৬ লাখ দশ হাজার টাকা লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির ও কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ারের দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement