২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

Advertisement

সপ্তাহের শেষ কার্যদিবস আজ। এদিন দেশের পুঁজিবাজারে সূচক উঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে কিছুটা লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৬ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৮৭০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৮৪টির; অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

আজ ২৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র  প্রধান সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট কমে ৭ হাজার ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৪ দশমিক ৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৯ দশমিক ৮২ পয়েন্ট।

বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র লেনদেন হয়েছে ১ হাজার ২১৯ কোটি ২২ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর ছিল বিএসসি, কুইন সাইথ টেক্সটাইল, মালেক স্পিনিং, আরএকে সিরামিক, ফুয়াং-ফুড,পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার, ন্যাশনাল লাইফ এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে ২০ হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৭টির; অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৫ লাখ ৮২ হাজার ৭৪৮ টাকার শেয়ার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement