১৮ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

সাংবাদিকের ওপর হামলায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

Advertisement

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ২৪ মে মঙ্গলবার রাতে ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ কর্মী হাবিব সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কাইমা গ্রামে।

এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর ওপর হামলাকারী হাবিব এমসি কলেজ ছাত্রলীগ নেতা এবং কলেজ কমিটির সভাপতি প্রত্যাশী।

গত সোমবার ২৩ মে বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এসের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর ওপর অতর্কিত হামলা করা হয়। এতে তিনি বাম হাতে বেশ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement