২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাফারি পার্কে বিনামূল্যে প্রবেশ

Advertisement

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে এদিন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সর্বসাধারণের প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে।

পার্কের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার এ রকম ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ আয়োজনকে স্বাগতও জানিয়েছেন পার্কে প্রবেশকারী দর্শনার্থীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কের পরিচালক মো. রেজাউল করিম জানান, আজ ১৭ মার্চ। দিনব্যাপী সব পর্যটকের জন্য (প্রধান ফটক দিয়ে) পার্কে প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে। তবে ভেতরে আলাদা ইভেন্টে প্রবেশের জন্য নির্ধারিত ফি দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে পার্কে মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ পার্কের প্রধান ফটকের ইজারাদার শাওন এন্টারপ্রাইজের সিইও মো. মাসুদ রানা জানান, বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে ৪ থেকে ৫ হাজারের মতো দর্শনার্থী এ ফটক দিয়ে পার্কে যাচ্ছেন। এ পথে প্রবেশে বড়দের জন্য ৫০ টাকা এবং ৫ বছরের ওপরের শিশুদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারিত করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement