১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

সিরাজগঞ্জের মিরপুরে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যাচেষ্টা

Advertisement

সিরাজগঞ্জ শহরের মিরপুরে মো. আলম (২৪) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

(৪ ডিসেম্বর) শনিবার রাত ৯টার দিকে মিরপুর শ্রমকল্যাণ কেন্দ্রের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত মো. আলম মিরপুর বিড়ালা কুটি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

হাসপাতাল থেকে আহত আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামের কাওসারের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা বেদম মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে একটি মোটরসাইকেল চলে আসলে তারা পালিয়ে যায়। 

তবে হামলাকারীদের মধ্যে কাওসার ও মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি। 

মোটরসাইকেলযোগে আসা একই এলাকার ইব্রাহিম হোসেন বাবু বলেন, আমরা দুজন মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে আলমকে কয়েকজন মারপিট করছিল। তাদের মধ্যে কাওসারকে আমরা চিনতে পেরেছি। আমাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আলম একজন হতদরিদ্র ও এতিম ছেলে। পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ন্যাক্করজনক বলে মন্তব্য করেন তিনি। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু বলেন, আলম নামের ওই ছেলেটি অত্যন্ত ভালো। ওকে এলাকার সবাই মাছি বলে ডাকে। ছেলেটির বাবা মারা গেছে, মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। পূর্ব শত্রুতার জেরে ছেলেটিকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement